করোনা
মোতালেব হোসাইন
করোনা ভাইরাস নিয়ে একটি কবিতা, coronavirus niye ekta kobita |
বিশ্বজুড়ে আজ ভয়াবহ আতঙ্ক
প্রান ঘাতি ভাইরাস করোনা
সুপার পাওয়ার খ্যাত দেশগুলো
হয়েছে আজ পরাস্ত, ভেঙ্গেছে ধারনা
ভাবতো তারা, কেউ তাদের হারাতে পারবেনা
কিন্তু ক্ষুদ্র, অদৃশ্য ভাইরাস করোনা
নিভিয়ে দিয়েছে তাদের অহংকারের প্রদীপটা
হচ্ছে তারা আজ আকাশ মুখি বাদ সবহিংসা
এটিই তো রবের বড়ত্বের নিদর্শনা।
করুনা যেন বলছে ডেকে, একটু শোননা
এক আল্লাহতেই বিশ্বাস রাখো না
নামাজ রোজা, তার হুকুম কভু ছেড়ো না
নবীজির আদর্শ মেনে, সুন্নত মত চলে
সুন্দর পবিত্র জীবন গড়ো না।
সব ভেদাভেদ ভুলে, মানবতাকে বুকে
ভাইয়ে ভাইয়ে মিলে থাকো না।
কেয়ামত খুব দুরে না,তাই সতর্ক হও না
মহা বিপদ সামনে তা কি বুঝো না।
যদি এখনো সুপথে না আসো ফিরে
যাবে কপাল পুড়ে, গজবে গজবে হবে ফানা ফানা।
মাস্ক, আর স্যানিটাইজার তোমাদের বাচাতে পারবেনা।
বাচাতে পারে এখন তোমায়,শুধু চোখের পানি,তাওবা, আর মহান রবেই ক্ষমা।
স্বাস্থ্য বিথী মেনে, সঠিক সত্য জেনে
চলো খোদার পথে পাবে নাজাত,ক্ষমা।
করোনা মুচকি হেসে বললো অবশেষে
এত ক্ষমতার বড়াই তোমাদের কোথায় গেলো চলে
না দেখে ও আমার ডরে ঘর থেকে বের হওনা,সব দিয়েছো পর করে।
আমাকে ভয় না করে, ভয় করো সেই রবকে, যিনি পাঠিয়েছেন মোরে, তোমাদেরকে ভয় দেখিয়ে সরল পথে নিতে।
এখনো যদি না ফিরো সু পথে
আল্লাহকে থাকো ভুলে,
ডুবো নাফারমানিতে
ধ্বংস সবাই মিলে
0 Comments