আজহার সঙ্গীত
আমরাই
আমাদের
আগামী
সম্ভাবনায় অপার-(দুইবার)
হাতে
হাত
রেখে
এসো
শপথ
করি
কুরআনের
আলোকে
জীবন
গড়ার
হাতে
হাত
রেখে
এসো
শপথ
করি
মানুষের
মত
মানুষ
হওয়ার-ঐ
তোমরা
এসে
দেখনা
এখানে
জ্ঞানের
কত
সমাহার।
কুরআন,
হাদিস,
ইংলিশ,
গণিত
আরো
আছে
কম্পিউটার
তোমরা
এসে
দেখনা
এখানে
জ্ঞানের
কত
সমাহার।
আছে
বিজ্ঞান,
আছে
চিত্রকলা
আছে
সংগীত
সম্ভার
বিশ্বের
সাথে
তাল
মিলিয়ে
আমরাও
এগিয়ে
যাবো
এবার। ঐ
আমাদের
স্বপ্নগুলো
একদিন
পাবে
জানি
বাস্তবতা
দূর
হবে
সব
দুর্নীতি
আর
মানুষে
মানুষে
বর্বরতা।
দূর
হবে
সব
হানাহানি
খোলাফায়ে
রাশেদার
সোনালী
সুদিন
0 Comments