রক্তে ভেজা বিজয়
মোতালেব হোসেন
মহান বিজয় দিবসের কবিতা, রক্তে ভেজা বিজয় |
সহস্র শহিদের পবিত্র খুনের বিনিময়ে
হাজারো স্বপ্নকে দাফন দিয়ে
পেয়েছি মোরা চির কামনার
রক্তে ভেজা বিজয়
হিংস্র দানবীয় হায়েনাদের আঘাতে
আমার ভাইয়ের বুকের খুন জমিনে
সবুজ বাংলার জমিনে দিয়েছে এঁকে
চির প্রেরনার আশার প্রতীক রক্তিম সূর্যটাকে
নিরিহ আদুরিনী মায়ের বুকে
আদুরের মানিকের ক্ষত বিক্ষত শবে
চোখের জলে আর আহাজারিতে
আকাশ বাতাস বিষাদময় হয়েছিল যে
কেড়ে নিয়েছে নর পশুর দল
আমার বোনের আত্নসম্ভম
লাশেুর ভেলায় নদী গুলোতে
নির্মমতার দৃশ্য উঠেছিল ফুটে
অবশেষে তবে সেই
চির কামনার................
রক্তে ভেজা বিজয়
0 Comments