motaleb hossian |
একটি
স্বপ্নের নাম,একটি প্রতিশ্রুতির বন্ধন
একটি
প্রেরণার জাগরণ,একটি রুপকল্পের সাধন
একটি
আদর্শের,
জীবন্ত প্রতিচ্ছবির দ্বার
সেতো
প্রিয়
মোর
দারুল
আজহার।
একটি বিপ্লবী প্রেরণা, মহান লক্ষের তামান্না
চিন্তা চেতনা মনজ, মানবিক আর মননশীলতায়
প্রস্ফুটিত পূস্পকাননের ন্যায়,
সুভাষ ছড়ীয়ে দিচ্ছো
তুমি, মহান জ্ঞানের আলোয়।
কুরআনের বানিগুলো সজতনে, ধারন
করেছ যে,তুমি মননে
হাদিস আর সুন্নতের আলো, হাজারো
শিক্ষার্থীকে যে আলোর পথ দেখায়
আরবী বাংলা ইংলিশ গনিত কম্পিউটার, আরও
আছে বিজ্ঞান, যে আধুনিকময়।
শিল্পীর তুলির আচড়ে যেমন, ফুটে
উঠে সৌন্দয্য অবলিলায়
ঠিক তেমনি তোমার
ছোয়ায়, হাজারও হৃদয় হয়েছে জোতিময়
আধুনিক আর ইসলামি শিক্ষার এযেন এক, অর্পূব্য
সম্বনয়
বাতিলের হিংস্র থাবায় যখন, সকল
আদর্শের পরাজয়
ঠিক তখনই তোমার আবির্ভাব, ইসলামি
আদর্শ্ রক্ষায়
হাটি হাটি পা পা করে আজ তুমি মহিরুপিময়
লক্ষ তোমার পূর্নাঙ্গ ইসলামি রাষ্ট্র গড়ায়
হে প্রিয় মোর দারুল আজহার মডেল মাদরাসা
তুমিতো স্বপ্নময়ী এক দূরন্ত কাফেলা
অবিরাম উন্নতির শিখরে তোমার পদচলা
রয়েছে তোমার দক্ষ রাহবার, আর
হাজারো জ্ঞানি-গুণী যাত্রী
তাদের মাঝে দিয়েছিলে ,এ নগন্যকে একটু ঠায়
করে নিয়েছিল তোমার যাত্রী
কাঢিয়েও দিলাম কিছুটা সময়
হয়ে তোমার সফর
সাথী।
সারাটি জীবন থাকবে স্বরণ, তোমার
সোনালী এ স্বৃতি
গড়ে তুলেছো তুমি সকলকে নিয়ে, যেন
এক মহা বন্ধন
দিয়ে ভালবাসা আর প্রীতি।
দিতে তোমায় পারিনি কিছুই, আমি
যে বড় নিঃস্ব
তবুও দিয়েছো তুমি দুটি হাত ভরে, ভাবনি
মোরে তুচ্ছ।
হাজারও ফুলের মাঝে জানি, রাখবেনা
স্বরনে এ আমায়
থাকবে তুমি সারাটি জীবন, জুড়ে
আমার এ হৃদয়।
শিখেছি তোমার কাছে এসে জীবনের, আসল
ব্যাস্তবতা
কেটেছে মোর আধার ঘোর, আর সকল মিথ্যা কল্পনা
তুমি নন্দীত আজ দ্বিগবিজয়ী, নিন্দীত
বড় আমি
রবের কাছে প্রার্থনা মোর,বড়্ই
মিনতি
কবুল তোমায় করে যেন তোমায়, দারুল
আজহার ইউনির্ভার্সিটি।
মোতালেব হোসাইন
0 Comments