ইফতার তৈরির আনন্দ - মাওলানা মাহমুদুল হাসান দাঃবাঃ

ইফতার তৈরির আনন্দ - মাওলানা মাহমুদুল হাসান দাঃবাঃ
ইফতার তৈরির আনন্দ - মাওলানা মাহমুদুল হাসান দাঃবাঃ
আল্লামা সিনদুলভী র. অত্যন্ত নরম স্বভাবের  মানুষ ছিলেন। তিনি দীর্ঘ ২৮ বসর নদওয়াতুল উলামায় শিক্ষক হিসাবে দায়িক্ত পালন করেছেন।
তিনি এতো সাদা মনের মানুষ ছিলেন যে, যদি কেউ তাকে রাস্তায় দোয়া করতে বলতেন, তিনি সাথে সাথে সেখানে বসে দুয়া করতে শুরু করতেন।

তিনি আল্লামা মাহমুদুল হাসান দাঃবাঃ কে তার মেশকাতের বছর খেলাফত প্রদান করেন।  একবারের ঘটনা তিনি এবং শায়েখ মাহমুদুল হাসান দাঃবাঃ এক সাথে এতেকাফে ছিলেন।
তো মাহমুদুল হাসান সাহেব মাগরিবের আগে ইফতারের আন্জাম করছেন। এটা দেখে হঠাত তিনি প্রচন্ড রেখে গেছেন। অথচ তিনি সাধারণত কখনো রাগেন না। এরপর যখন মাহমুদুল হাসান সাহেব কাজ থেকে ফারেন হলেন। তখন তাঁর শায়খ তাকে স্নেহ ভরে বললেন,  আমি রেগেছি কেন জানো?
ইফতার তৈরির আনন্দ - মাওলানা মাহমুদুল হাসান দাঃবাঃ
ইফতার তৈরির আনন্দ - মাওলানা মাহমুদুল হাসান দাঃবাঃ
উত্তরে তিনি বললেন, না আমি জানিনা। তখন আল্লামা সিনদুলভী র. বললেন, ইফরাতি প্রস্তুত করার আলাদা একটা মজা আছে। আর তুমি একা ইফতারি প্রস্তুত করে তা তুমি একাই নিবা? আমাকে সেই মজা থেকে বঞ্চিত করেতে চেয়েছো... তাই।
সুবহানাল্লাহ! বড়দের প্রতিটি কথা কাজে যে বিরাট শিক্ষা থাকে তার উজ্জ্বল দৃষ্টান্ত এই ঘটনাটি।
শ্রুতি লিখন- রায়হান মাহমুদী
• বোখারী শরিফের দরসে_৩/৭/১৯

Post a Comment

0 Comments