ধারাবাহিক সুন্নাত প্রথম পর্ব, এস্তেঞ্জার আদব ও সুন্নত

ধারাবাহিক সুন্নাত প্রথম পর্ব, এস্তেঞ্জার আদব ও সুন্নত
ধারাবাহিক সুন্নাত প্রথম পর্ব, এস্তেঞ্জার আদব ও সুন্নত-মাহমুদ আব্দুল্লাহ

---------------------------------------------------

১. টয়লেটে প্রবেশের পূর্বে এই দু'আ পড়া-

 ( দু'আ )


উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নী আউজুবিকা মিনাল খবছি ওয়াল খাবাইছ।


২. জুতা পরিধান করে মাথা ঢেকে বাম পা দিয়ে প্রবেশ করা।

৩.বাম দিকে ভর দিয়ে বসা।

৪.কথা-বার্তা, দু'আ-কালাম, জিকির-আযকার ইত্যাদি মুখে উচ্চারণ না করা।

৫. অপ্রয়োজনে লজ্জাস্থানে ডান হাতে স্পর্শ না করা।

৬. কিবলার দিকে মুখ ও পিঠ করে না বসা।

৭. পাথর, মাটির ঢিলা বা টয়লেট পেপার বেজোড় সংখ্যায় ব্যবহারের পর পানি ব্যবহার করা।

৮. দাঁড়িয়ে বা হেলান দিয়ে বা বিবস্ত্র হয়ে এস্তেঞ্জা করা মাকরূহ।

৯. কবরস্থান, গোসলখানা, রাস্তার পাশে, ছায়াদার ও ফলগাছের নিচে এস্তেঞ্জা করা মাকরূহ।

১০. ডান পা দিয়ে বের হয়ে এই দু'আ পড়া-

( দু'আ ) 



উচ্চারণ: আলহামদুলিল্লাহ হিল্লাজী আজহাবা আন্নিল আযা ও-আফানী।


সংকলক- মাহমুদ আব্দুল্লাহ

Post a Comment

0 Comments