একুশে গ্রন্থমেলায় 'হালুয়াঘাট দর্পণ' স্টলের কার্যক্রম সফলভাবে সম্পূর্ণ

নিজস্ব প্রতিবেদক:
বাংলা একাডেমি আয়োজিত মাসব্যাপি অমর একুশে গ্রন্থমেলায়  'হালুয়াঘাট দর্পণ' স্টলের কার্যক্রম সুন্দর ও সফলভাবে সম্পূর্ণ হয়েছে।
একুশে গ্রন্থমেলায় 'হালুয়াঘাট দর্পণ' স্টলের কার্যক্রম সফলভাবে সম্পূর্ণ
 'হালুয়াঘাট দর্পণ' বই মেলার বেনার
হালুয়াঘাট দর্পণ। 'সাহিত্য-সংস্কৃতি বিষয়ক বিষক সাময়িকী' স্লোগানে স্থানীয় ইতিহাস, মুক্তিযুদ্ধ ও ফোকলোর বিষয়ে পত্রিকাটি কাজ করে যাচ্ছে। ময়মনসিংহের হালুয়াঘাট থেকে দিবস কেন্দ্রিক  প্রকাশিত হয়। ২০১৭ সালের জুন মাসে হালুয়াঘাট দর্পণ'র যাত্রা শুরু। এপর্যন্ত ৭ সংখ্যা প্রকাশিত হয়েছে। সবগুলো সংখ্যাই পাঠক, লেখক ও গবেষক মহলে সাড়া জাগাতে সক্ষম হয়।
একুশে গ্রন্থমেলায় 'হালুয়াঘাট দর্পণ' স্টলের কার্যক্রম সফলভাবে সম্পূর্ণ
 'হালুয়াঘাট দর্পণ' ফেব্রুয়ারি সংখ্যা

হালুয়াঘাট দর্পণ'র সম্পাদক মাহমুদ আবদুল্লাহ একুশে বইমেলায় লিটল ম্যাগাজিন চত্বরে 'হালুয়াঘাট দর্পণ'র জন্য স্টল বরাদ্দ দেওয়ায় বাংলা একাডেমি'র কর্তৃপক্ষসহ বিশেষভাবে বাংলা একাডেমির উপপরিচালক ড. আমিনুর রহমান সুলতানের প্রতি কৃতজ্ঞতা জানান।
একুশে গ্রন্থমেলায় 'হালুয়াঘাট দর্পণ' স্টলের কার্যক্রম সফলভাবে সম্পূর্ণ
একুশে গ্রন্থমেলায় 'হালুয়াঘাট দর্পণ' স্টলের কার্যক্রম সফলভাবে সম্পূর্ণ

একুশে বইমেলায় এবারই প্রথম 'হালুয়াঘাট দর্পণ' স্টল ছিলো। আগামি থেকে প্রতিবারই স্টল থাকবে বলে সম্পাদক জানান।



Post a Comment

0 Comments