বাংলা ভাষা
মাহমুদ আবদুল্লাহর দু'টি ছড়া |
বাংলা আমার মাতৃভাষা
কারা দিয়ে গেল?
বাংলা মায়ের দামাল ছেলের
রক্তে ভেসে এলো।
সালাম রফিক শফিক ভাইয়ের
বুকের তাজা খুনে
বাংলা ভাষার মান বেড়েছে
বিশ্বে শত গুণে ৷
বাংলা ভাষায় আমরা এখন
স্বাধীন কথা বলি
দামাল ছেলের সাহস নিয়ে
ছড়া কেটে চলি।
মা
মাহমুদ আবদুল্লাহর দু'টি ছড়া |
আম্মু আমার ভালোবাসা
আম্মু আমার সুখ
সকল ব্যথা যাই ভুলে যাই
দেখলে তারই মুখ।
মায়ের মতো এত ভালো
আপন যে আর নাই
মাকে আমি মনে প্রাণে
ভালোবেসে যাই।
আম্মু আমার স্বপ্ন আশা
আম্মু আমার আলো
মায়ের মতো এত বেশী
0 Comments