মাহমুদ আব্দুল্লাহ.
মহিলাদের নামাযের পার্থক্য
মহিলাদের নামাযের পার্থক্য

১. তাকবীরে তাহরীমা বলার সময় উভয় হাত কাঁধ পর্যন্ত উঠানো।
২. হাত ক্পড়ের ভেতর থেকে বের না করা।
৩. হাত বুকের উপর রাখা। 
৪. ডান হাতের তালু বাম হাতের পিঠের উপর স্বাভাবিকভাবে রাখা, পুরুষদের মত শক্ত করে হাত না বাঁধা।
৫. রুকুতে পুরুষেরর তুলনায় কম ঝুকা।
৬. রুকুতে উভয় বাহু পাঁজরের সঙ্গে পরিপূর্ণ মিলিয়ে রাখা। 
৭. রুকুতে উভয় হাত হাঁটু উপর স্বাভাবিকভাবে রাখা এবং হাতের আঙ্গুলসমূহ মিলিয়ে রাখা, পুরুষদের ন্যায় আঙ্গুল ছড়িয়ে শক্তভাবে হাঁটু না ধরা। 


বয়ান ও ওয়াজের সুন্নত সমুহু


৮. রুকুতে উভয় পায়ের গোড়ালী পরিপূর্ণ মিলিয়ে রাখা। 
৯. অত্যন্ত জড়সড় ও সংকুচিত হয়ে সিজদা করা। 
১০. সিজদায় পুরুষদের ন্যায় কুনইদ্বয় খোলা ও ছড়িয়ে না রাখা। 
১১. উভয় রানের সাথে পেট মিলিয়ে রাখা। 
১২. বাহুদ্বয় সাধ্যানুযায়ী পাঁজরের সঙ্গে মিলিয়ে রাখা। 
১৩. উভয় কনুই মাটিতে মিলিয়ে রাখা। 
১৪. সেজদায় ডান দিক থেকে উভয় পা বের করে মাটিতে বিছিয়ে রাখা এবং উভয় পায়ের আঙ্গুলসমূহ কিবলামুখী করে রাখা। 
১৫. বৈঠকের সময় বাম নিতম্বের উপর বসা।