রুকু সেজদা ও বসার সুন্নত সমুহ

মাহমুদ আব্দুল্লাহ.

রুকুর সুন্নত

১. তাকবীর বলতে বলতে রুকুতে যাওয়া।  
২. উভয় হাত দ্বারা শক্ত করে হাঁটু ধরা। 
৩. হাঁটু ধরার সময় আঙ্গুলগুলো ফাঁক করে ছড়িয়ে রাখা। 
৪. উভয় হাত সম্পূর্ণ সোজা রাখা, কনুই বাঁকা না করা। 
৫. পায়ের গোড়ালীরও হাঁটু সম্পূর্ণ সোজা রাখা। 
৬. রুকুতে এমনভাবে পিঠ বিছিয়ে দেওয়া যেন তার উপর পানি ভর্তি পাত্র রাখলে তা স্থির থাকে। মাথা  পিঠ ও কোমর এক বরাবর রাখা এবং পায়ের দিকে নজর রাখা। 
৭. রুকুতে কমপক্ষে তিনবার রুকুর তাসবিহ 'সুবহানা রাব্বিয়াল আজীম' পড়া। 
৮. রুকু থেকে উঠার সময় ইমামের 'ছামি আল্লাহু লিমান হামিদাহ' তারপর মুক্তাদির 'রাব্বানা লাকাল হামদ' এবং একাকী নামাযের সময় উভয়টি পড়া। 


সিজদার সুন্নত

১. তাকবির বরতে বলতে সিজদায় যাওয়া। 
২. প্রথমে হাঁটু মাটিতে রাখা। 
৩. তারপর হাঁটু থেকে আনুমানিক এক হাত দূরে উভয় হাত রাখা। 
৪. হাতের আঙ্গুলসমূহ কিবলামুখী করে সম্পূর্ণ রূপে মিলিয়ে রাখা। 
৫. সেজদায় উভয় হাতের তালু মাটিতে মিলিয়ে রাখা। 
৬. বৃদ্ধাঙ্গুলির মাথা বরাবর নাক রাখা। 
৭. পরে কপাল রাখা। 
৮. দু'হাতের মাঝখানে এমনভাবে সেজদাহ করা যেন বৃদ্ধাঙ্গুলির মাথা কানের লতি বরাবর থাকে এবং দৃষ্টি নাকের অগ্রভাগের দিকে থাকে। 
৯. সিজদায় পেটকে উরু থেকে পৃথক রাখা। 
১০. পাঁজরদ্বয় থেকে উভয় বাহু পৃথক রাখা।  
১১. কুনুই মাটি ও হাঁটু থেকে পৃথক রাখা। 
১২. সেজদায় কমপক্ষে তিনবার 'সুবহানা রাব্বিয়াল আ'লা' পড়া। 
১৩. তাকবির বলা অবস্থায় সিজদাহ থেকে উঠা।
১৪. প্রথমে কপাল, তারপর নাক, তারপর উভয় হাত, তারপর উভয় হাঁটু উঠানো।


বসার সুন্নত

১.ডান পা সোজাভাবে খাড়া রাখে বাম পা বিছিয়ে তার উপর বসা। উভয় পায়ের আঙ্গুলসমূহ সাধ্যমত কিবলার দিকে মুড়িয়ে রাখা। 
২. উভয় হাত রানের উপর হাঁটু বরাবর করে রাখা এবং দৃষ্টি কোলের দিকে রাখা। 
৩. 'আশহাদু' বলার সঙ্গে সঙ্গে মধ্যমা ও বৃদ্ধাঙ্গুলির মাথা এক সাথে মিলিয়ে গোলাকার বৃত্ত বানানো এবং অনামিকা ও কনিষ্ঠঙ্গলিদ্বয় মুড়িয়ে রাখার। এবং 'লা-ইলাহ' বলার সময় শাজাদাত আঙ্গুল উঁচু করে ইশারা করা। অতপর 'ইল্লাল্লাহু' বলার সময় আঙ্গিলের মাথা সামান্য ঝুকানো, হাঁটুর সাথে না লাগানো। 
৪. বৈঠকের সময় হাতের আঙ্গুলসমূহ মিলিয়ে রাখা। 
৫. আখেরি বৈঠকে 'আত্তাহিয়্যাতু' পড়ার পর দরূদ শরীফ পড়া। 
৬. উভয় দিকে সালাম ফিরানো। 
৭. ডান দিকে আগে সালাম ফিরানো। উভয় সালাম কিবলার দিক থেকে আরম্ভ করে দৃষ্টি কাঁধের উপর রাখা। 
৮. ইমামের উভয় সালামে মুক্তাদি, ফেরেশতা ও নামাযী জ্বিনদের প্রতি সালাম করার নিয়ত করা। 
৯. মুক্তাদিগণের উভয় সালামে অন্যান্য মুসল্লী, ফেরেশতা ও নামযী জ্বিনদের প্রতি সালাম করার নিয়ত করা। 
১০. একাকি নামাযী ব্যক্তি শুধু ফেরেশতাগণের প্রতি সালাম করার নিয়ত করা। 
১১. মুক্তাদিগণ ইমামের সাথে সাথে সালাম ফিরানো।
১২. দ্বিতীয় সালাম প্রথম সালাম অপেক্ষা আস্তে বলা। 
১৩. ইমামের দ্বিতীয় সালাম ফিরানো শেষ হলে মাসবুক ব্যক্তি ছুটে যাওয়া নামায আদায়ের জন্য দাঁড়াবে।

নামাজের ফরজ ও ওয়াজিব সমুহ


Post a Comment

0 Comments