-মাহমুদ আব্দুল্লাহ
হালুয়াঘাট দর্পণ পরিচালিত 'দর্পণ পাঠাগার'র ইতিকথা
হালুয়াঘাট দর্পণ পরিচালিত 'দর্পণ পাঠাগার'র ইতিকথা

আধুনিক বাংলা সাহিত্য, নির্বাচিত ধর্মীয় গ্রন্থমালা ও বিষয়ভিত্তিক বইয়ের অপূর্ব সংগ্রহের সমৃদ্ধ দর্পণ পাঠাগার। ২০১৭ সালে 'আকন্দ পাঠাগার' নামে ঘোষবেড় গ্রামে হালুয়াঘাট দর্পণ'র সম্পাদক মাহমুদ আবদুল্লাহর উদ্দ্যোগে প্রতিষ্ঠিত হয়।
২০১৮ সালের ৯ মে আকন্দ পাঠাগার থেকে 'দর্পণ পাঠাগার' নামাকরণ করে হালুয়াঘাট নতুন বাসস্ট্যান্ডে স্থানান্তর করা হয়।
এই পাঠাগার থেকে 'হালুয়াঘাট দর্পণ' নামে আঞ্চলিক ইতিহাস-সংস্কৃতি বিষয়ক একটি সাময়িকী প্রকাশিত হয়। হালুয়াঘাট দর্পণ পাঠচক্র নামে একটি পাঠচক্রও পরিচালিত হয়। এছাড়াও যেকোনো সাধারণ পাঠক চাইলে নিবন্ধন খাতায় নাম লিখিয়ে পাঠাগার থেকে বই ধার নিতে পারে।