পাঠকের ভালবাসা এবং চাহিদার তীব্রতার কারণে "প্যারাডক্সিকাল সাজিদ ২" আসে এবছরের বই মেলাই।
প্যারাডক্সিকাল সাজিদ ২ |
শুধু তাই নয়, যতবারই বই মেলায় বইটি আনা হয়েছে ততবারই শেষ হয়ে গেছে।
কিন্তু দূঃখের বিষয় শুধু বইয়ে হল্ডিং নাম্বার (১১/১) না থাকার অভিযোগে, গত দু'য়েকদিন আগে বাংলা একাডেমী থেকে বইমেলায় বইটি বিক্রি নিশিদ্ধ ঘোষণা করা হয়,তবে এবিষয়ে বাংলা একাডেমীর পরিচালক কবি হাবিবুল্লাহ সিরাজীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বইয়ে আপত্তিকর কিছু থাকলে কতৃপক্ষ তো নিষিদ্ধ করতেই পারে।
প্যারাডক্সিকাল সাজিদ২ বই মেলায় নিশিদ্ধ হওয়া নিয়ে কিছু কথা। |
আপনাদের চোখে কি ধরা পড়ে না যখন কেও অনেক খারাপ ভাষায়, খারাপ কথা লেখে বই মেলাই বিক্রি করে, যা ভাষায় উচ্চারণ করা যায় না।
এমন কিছু নিক্রিষ্ট ভাষার বইয়ের ফটো দেয়া হলো।
প্যারাডক্সিকাল সাজিদ২ বই মেলায় নিশিদ্ধ হওয়া নিয়ে কিছু কথা। |
লেখাটা পড়লেই বুুুুঝবেন কত খারাপ ভাষা ব্যবহার করা হয়েছে
লেখকের প্রোফাইল থেকে নেয়া |
পোষ্টটি ভাল লাগলে প্লিজ শেয়ার করতে ভুলবেন না।
ফেসবুকে আমি
0 Comments