raihan mahmudi
হুজুগে বাঙালী
হুজুগে বাঙালী

প্রথমেই মাপ চেয়ে নিচ্ছি বাঙালী হয়ে বাঙালীদের এভাবে বলার জন্য,
সব সময় আমাদের চোখ খোলে, যখন বড় ধরনের দূর্ঘটনা ঘটে,সম্প্রতি চকবাজার ট্রাজেডি নিয়ে অনেকে ফেসবুকে পোস্ট দিচ্ছে কোটি কোটি টাকা খরচ করে স্যাটালাইট না উড়িয়ে কিছু fire hydrant লাগানো উচিত ছিল,
অথচ ঐ মানুষগুলোই স্যাটালাইট উড়ানোর দৃশ্য বড় পর্দায় দেখে স্টাটাচ দিয়েছিল "বাংলাদেশ এক ধাপ এগিয়ে যাচ্ছে" 
হুজুগে বাঙালী
fire hydrant
 আসলে আমাদের দৃষ্টিভঙ্গিই ভাল না, আমরা সব কিছু নেগেটিভ ভাবতে ভালবাসি।
আমি অস্বীকার করি না fire hydrant লাগানো দরকার ছিল, কিন্তু আমাদের কি দরকার ছিল না!  এবিষয়ে আগে সতর্ক করা!!