স্বপ্নভঙ্গের বেদনা তুমি কি করে বুঝবে, তুমি তো কখনো স্বপ্নই দেখতে জানো না।
দরিদ্রতার কষ্ট তুমি কি করে বুঝবে, তুমিতো ধনী
জীবনের কিছু প্রাপ্তি-অপ্রাপ্তি
জীবনের কিছু প্রাপ্তি-অপ্রাপ্তি

জীবন অপূর্ণ, অপ্রাপ্তি আর কিছু প্রাপ্য না পাওয়ার হতাশায় ঘেরা।
আপনি যখন নিজের পরিবারকে সর্বোচ্চ প্রায়োরিটি দিবেন, আপনাকে শুধু একারণেই অন্যদিকে অনেক কিছু ছেড়ে আসতে হবে।
যে প্রেমের জন্য দিনের পর দিন একজনের পেছনে ঘুরে বেড়াচ্ছেন, সে প্রেম হয়ে যাওয়ার পর খেয়াল করবেন অন্যদিক দিয়ে মহাগুরুত্বপূর্ণ কোনো  পাওয়া আপনি হারিয়ে বসে আছেন,
যা আর কখনো ফিরে পাবেন না।
যারা শৈশব থেকে খুব এটা সেটা জানে, প্রোগ্রামিং শিখে, আরো বিভিন্ন অসাধারণ প্রযুক্তি নিয়ে কাজ করে, তার জন্য  হয়ত সে একদিন অনেক বড় কিছু পাবে,
কিন্তু সাধারণ শৈশবের আনন্দ থেকে সে বঞ্চিত হবে।
জীবনের কিছু প্রাপ্তি-অপ্রাপ্তি
জীবনের কিছু প্রাপ্তি-অপ্রাপ্তি

এসব পরিস্থিতি যে মানুষ খুব জেনেশুনে বেছে নেয় তাও নয়,
জীবনই তাকে একভাবে না একভাবে তার নির্ধারিত গন্তব্যে টেনে নিয়ে যায়।
খুব অল্প মানুষই নিজের উপর নিয়ন্ত্রণ ধরে রাখতে পারে।
‘আমার জীবন, আমার নিয়ম’ বলে যতটা এটিচিউড শো করি আমি, তুমি- তাতে কি যায় আসে।
জীবনের কাছে আমরা কত অসহায় সেটা নিজের সাথে নিড়বে আলোচনা করলে খুব ভাল ভাবে টের পাওয়া যায়।
এজন্যেই হয়ত, অনেক প্রাপ্তির ভীড়েও কিছু শূণ্যতা রয়েই যায়,
অনিয়ন্ত্রিত কিছু অনুভূতিই প্রকট হয়ে গভীররাতের নিদ্রাহীনতার কারণ হয়।
এ জন্যই, জীবনকে ঘিরে অদ্ভুত কিছু শূণ্যতা থাকে, একটা অস্পষ্টতা থাকে।