মাতা-পিতার হক ১৪টি 

--তারেক মুুনাওয়ার,    
মাতা-পিতার হক ১৪টি
মাতা-পিতার হক ১৪টি

আব্বা-আম্মা বেচে থাকতে সাতটি আর মৃত্যুর পর সাতটি। প্রথমেই জীবিত অবস্থায় যেসব হক রয়েছে তা উল্লেখ করছি...
১. আব্বা-আম্মাকে মনে প্রাণে মুহাব্বত করা
২. আব্বা-আম্মাকে শ্রদ্ধা করা
৩. আব্বা-আম্মাকে সর্বদা মেনে চলা
(আল্লাহ তা`য়ালার হুকুমের অমান্য না করে)
৪. আব্বা-আম্মার খেদমত করা
৫. আব্বা-আম্মাকে আরাম পৌছানোর ব্যবস্থা করা
৬. আব্বা-আম্মাকে অতিরিক্ত আরাম পৌছানো
৭. আব্বা-আম্মাকে নিয়মিত দেখা

দুনিয়া থেকে চলে গেলেই তাদের হক শেষ হয় না বরং পরেও সাতটি হক রয়েছে।যথা...

১. আব্বা-আম্মার ঋণ পরিষদ করা
২. আব্বা-আম্মার  অসিয়ত পুরা করা
৩. আব্বা-আম্মার গুনাহগুলোর ক্ষামা চাওয়া
৪. আব্বা-আম্মাকে ছওয়াব দেওয়া। (দোয়া দরুদ ও কুরআন পড়ে)
৫. আব্বা-আম্মার সদাচরণ করা অর্থাৎ চাচা,  খালা ও তাদের বন্ধুদের সাথে সদাচরণ করা
৬. আব্বা-আম্মার ঘনিষ্ঠ আত্মীয়দের সহযোগীতা করা অর্থাৎ চাচা ও খালাকে সহযোগীতা করা (যদি অভাব গ্রস্থ হয়)
৭. আব্বা-আম্মার কবর যিয়ারত করা
হে রব্বে কারীম! আমাদের প্রতিটি মুমিন মুসলমানকে পিতা-মাতার সেবা করার তাওফিক দাও।

আমিন


পোষ্টটি ভাল লাগলে কমেন্ট করতে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।



ফেসবুকে আমি