শুনতে অবাক লাগলেও সত্য। বিয়ে না করলে গায়ে মরিচের গুঁড়া দেয়ার বিস্ময়কর প্রথা রয়েছে ডেনমার্কে,
বয়স ২৫ পেরিয়ে গেছে অথচ বিবাহ করে নাই এমন নাগরিকদের বিবাহের কথা স্মরণ করে দিতেই তারা জন্মদিনে কেক কাটার বদলে মড়িচের গুঁড়া এবং ডিম ছুঁরে মারে শরীরে,
ডেনমার্কের পতাকা
 এর মাধ্যমে মনে করিয়ে দেয় "বিয়ের বয়স হয়েছে,এবার দ্রুত বিবাহ করে ঘর বাধো ",
যদিও ডেনমার্কে পুরুষ-পুরুষ, এবং মহিলা-মহিলা বিবাহ করতে পারে,
এবং কিছু তথ্য অনুযায়ী  জানা যায় ডেনমার্কেই সর্বপ্রথম সমকামিতা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পায়।



কোন প্রশ্ন থাকলে, বা কেমন লাগলো অবশ্যই কমেন্টটে জানাবেন

ফেসবুকে আমি