মাওলানা নাসরুল হক_____

হায় সা'দপন্থীরা! আফসোস তোমাদের জন্য!
أف لكم، ولما فعلتم بغير حق.
ওলামায়ে কেরামদের রক্ত ঝরাতে একটুও অন্তর কাঁপেনি?
এ রক্তের দাগ মুছে দিতে পারবে কী?
পারবে কি হাত থেকে রক্তের তাজা গন্ধ দূর করতে?
পারবে কী সন্তনহারা মায়ের আর্তনাদ বন্ধ করতে?
 মজলুম ত্বলাবাদের আহজারি আর আরশের মাঝে পর্দা টেনে দিতে পারবে?
তবে কিসের নেশায়, কার ঈশারায় পাগল হয়ে এ কাজ তোমরা করলে?
ইতিহাসের কাঠগড়ায় দাঁড়িয়ে কী জবাব তোমরা দিবে?
কোথায় ইকরামুল মুসলিমিন?
দাওয়াত ও তাবলীগের শিক্ষা কোথায়?
 তবে এটাই কি ছিল দ্বীনের মহত্তম (?) কাজ?
তাঁরা তো মিম্বার চায় নি।  চায় নি কোনো অর্থকড়ি।  তবে তাঁদের উপর তোমরা কিভাবে ফেললে লাঠির বাড়ি?  তাঁরা তো চেয়েছিল, দ্বীনের সঠিক দাওয়াত ও তাবলীগ।
যেখানে কোনো হিংসা বিদ্বেষ ছিল না।
যারা শুধুই দ্বীনের জন্য আপন ভাইয়ের চেয়েও আপন ছিলো একে অপরের কাছে।
যারা যুগের পর যুগ আহার করতো এক প্লেটে বসে।
 যাদের সালাম, মুসাহাফা আর মোয়ানাকার অপূর্ব দৃশ্য মন ভরিয়ে দিতো।
প্রীতি, সৌহার্দ্য আর ভালোবাসায় যাদের দিল ছিল ভরপুর।
আজ তারা একে অপরের দুশমনে পরিণত হয়েছে। একজনকে দেখলে পাশ কেটে অন্য দিকে যায় চলে।
সালাম কালামের মহান দিক্ষা থেকে যারা সরে গিয়েছে দূরে বহুদূরে।

 ওলামায়ে কেরাম তো তাদেরকেই পুণরায় এক প্লেটে বসাতে চেয়েছিলেন। চেয়েছিলেন আগের সেই সোনালী দিনগুলি আবার ফিরিয়ে দিতে।
ভালোবাসার চাদরে আবার সবাইকে একত্রিত করতে। দ্বীনভোলা মানুষগুলোর দুয়ারে দ্বীনের সঠিক বার্তা পৌঁছে দিতে।
হায়! বিনিময়ে তোমরা কি দিলে তাদেরকে?
হায়! তারা যে ওয়ারিসে নবী। তাঁদের রক্ত কি বৃথা যাবে?
তাঁদের রক্ত কখনোই বৃথা যাবে না। তাঁদের শান্তনা তো বিশ্বনবীর সেই অবিস্মরণীয় বাণী,
هل أنت إلا إصبع دميت+ وفي سبيل الله ما لقيت.
অর্থাৎ, তুমি তো একটা আঙ্গুলি মাত্র যা আল্লাহর রাস্তায় এসে রক্তাক্ত হয়েছো।
তাঁদের শান্তনা তো, যুগ যুগ ধরে চলে আসা সত্যের পতাকাবাহী মহাপুরুষগণের ইতিহাস। যারা সত্যের জন্য রক্ত দিয়ে ইতিহাস গড়ে গেছেন।
শোন! এঁরা তো তাঁরাই যারা রক্ত ঝরাতে জানে। আবার সেই রক্তের কালিতে ইতিহাস লেখতে জানে তাঁরাই।

কিন্তু তোমরা, তোমাদের রক্ত তো কুকুরের রক্তের চেয়েও নিকৃষ্ট।
যারা কিনা মিথ্যার আশ্রয় নিয়ে ব্যক্তি পূঁজায় বিভোর হয়ে সত্যের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছো।
হায়! এখনো সময় আছে ফিরে আসো। ক্ষমা চাও তাঁদের কাছে। তাওবা করো আল্লাহর দরবারে। অনেক হয়েছে তামাশা বন্ধ করো। নয়তো ওই দিন খুব বেশি  দূরে নয়, যেদিন আফসোস করা ছাড়া আর কিছুই করতে পারবে না। শক্তি সামর্থ্য, অর্থকড়ি সব কিছুই পড়ে রবে। কোনো কাজে আসবে না তোমাদের দবদবা আর প্রভাব প্রতিপত্তি।
তবে আর দেরী কেন ফিরে আসো।
এই আজনবির দরদভরা কথাগুলো শোনো। হয়তোবা আবারও জ্বলে ওঠবে সৌভাগ্যের নিভু নিভু চেরাগ। অন্ধকারাচ্ছন্ন এ পৃথিবী হবে আলোকজ্জল। দূর হবে আঁধার যত!!!
"ওমা আলাইনা ইল্লাল বালাগ"