তাবলীগ বিরোধিতার অন্তরালে

মাওলানা নাসরুল হক__________

প্রখ্যাত উর্দূ কবি আকরাম এলাহাবাদী বলেছিলেন,
"ইস্ ঘর কো আগ লাগী হ্যায় ঘর কি চেরাগ ছে...!"
অর্থাৎ অন্ধকার দূর করার উদ্দেশ্যে  প্রজ্বলিত বাতির আগুনেই এখন আমাদের বাস্তুভিটা জ্বলছে।
তাবলীগের চলমান সংকট এর উজ্জল দৃষ্টান্ত।  কে বা কারা এর জন্য দায়ী এটা বলবো না।
তবে যারা মুসলমানদের এই নাযুক সময়ে তাদের মাঝে বিভেদ সৃষ্টির হীন ষড়যন্ত্রে লিপ্ত, সারা পৃৃথিবী ব্যাপি দাওয়াতের কাজকে বন্ধ করার অপচেষ্টা করছে দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। আর কপালে হেদায়েত না থাকলে তাদেরকে এই দুনিয়াতেই লাঞ্ছিত করত: কুদরতিভাবে দমন করে দিন।
আমিন।।

Post a Comment

0 Comments