ফুল ও মোমের জীবন



ফুল ও মোমের জীবন


ফুল ঝরে যায় সুবাস বিলিয়ে , মোম গলে যায় আলো ছড়িয়ে । ঝরে যাওয়া ফুলের জীবন কি ব্যর্থ ?
গলে যাওয়া মোমের আত্নদান কি অর্থহীন ?
তাহলে ফুলকে মানুষ কেন ভালবাসলো ? ফুলকে নিয়ে কেন কেন এত কবিতা লেখা হলো ? মোমের আলোতে পতঙ্গেরা কেন জীবন দিলো ? মোমের আলো নিয়ে কেন এত গান রচিত হলো ?
না, ফুলের মৃত্যু নেই , কারণ সুবাসই ফুলের জীবন।
ফুল ও মোমের জীবন
ফুল ও মোমের জীবন

মোমের মৃত্যু নেই, কারণ আলোই মোমের প্রাণ ।
হে মানুষ ! তোমারও মৃত্যু নেই, কারণ জ্ঞান তোমার জীবন , গুণ তোমার প্রান ।

Post a Comment

0 Comments