রবের দয়া

আমার জীবনসফরে আমি যেন মরুভূমির পথহারা এক মুসাফির ।
আমি ক্লান্ত, অবসন্ন, আমি পরাজিত সৈনিকের মতো হতাশায় বিপর্যস্ত, আমি কি আবার খুঁজে পাবো আমার চলার পথ, ফিরে পাবো পথচলার শক্তি ! জানি না কোথায় কোন দিকে আমার মনযিল । আমি কি আবার দেখতে পাবো আলোর ইশারা ! আবার খুঁজে পাবো মানযিলের ঠিকানা ?
 খোদার দয়া
 খোদার দয়া

মরুভূমির মুসাফির আমি, বড় পিপাসার্ত । পিপাসার প্রান আমার ওষ্ঠাগত । আমি জানি দূরে যা দেখা যায় তা পানি নয়,মরিচিকা ।

কিন্ত আমি চায় অন্তত এক ফোঁটা পানি । মেঘের আড়ালে কার যেন আভাস পাই ! কে তুমি ? দেবে আমার এক ফোঁটা পানি ? আহ! ঝরঝর নেমে আসে বৃষ্টি ।